Thursday, September 1, 2011

প্রেমের দুই অক্ষর

প্রেম - কি আছে এই প্রেমে  ? 
কি হবে প্রেম করে ?
কি বা পাওয়া যায় প্রেম করে ?
কিছু কি লাভ হয় প্রেম করে ?
কিছু কি বোঝা যায় প্রেম করে ?

ক্ষুদ্র শব্দ, কিন্তু অর্থ অনেক খানি 
সবাই বলে, যারা প্রেম করে 
তারা সব কিছু বুঝতে পারে
যারা প্রেম জানে না,
তারা কিছুই জানে না ||

মা নিজে না খেয়ে ছেলের  জন্য রেখে দেয়,
যাতে ও ভালো থাকবে, এটা প্রেম ?
নাকি উপাসক মাটির মূর্তির পূজো করে,
সেটি তার সাথে আছে এই ভেবে, এটা প্রেম?

এক স্ত্রী উপাস করে থাকে,
ও ভালো থাকবে, এটা প্রেম ?
নাকি একজন প্রেমী নিজের খুশি বিসর্জন করে,
অন্য জন সুখী থাকবে বোলে, এটাও কি প্রেম?


যদি সবাইকে যেটা বেঁধে রাখে
সেটা প্রেম হয়, তাহলে প্রেম সর্বোচ্ছ 
প্রেম হল সব কিছু , প্রেম ছাড়া কিছু নয়
রয়েছে শুদু দুই অক্ষর, যাদের এই রোগ হয়,
তারাই বুঝতে পারে, বাকিদের জন্য - কেবল দুটো অক্ষর!!


( P.S -Thanks to my friend Saikat for helping me)